Saturday, 29 April 2017

সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু





শনিবার সন্ধ্যায় ঢাকায় কালবৈশাখী বয়ে যাওয়ায় সন্ধ্যা সাড়ে ৭টায় সদরঘাট থেকে সব ধরনের নৌ চলাচল বন্ধ করা হয়। তার আগে যেসব লঞ্চ সদরঘাট ছেড়ে যায় সেগুলোকে মোবাইল করে নিরাপদ এলাকায় নোঙর করতে বলা হয়।
পরে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় রাত ৮টা ২০ মিনিটে ৬৫ ফুটের বেশি দৈর্ঘ্যর লঞ্চ চলাচল শুরু হয় বলে বিআইডাব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক হুমায়ুন কবির জানান।
কালবৈশাখীর আশঙ্কায় দেশের নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম ছাড়া দেশের সব বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এর আগে ঝড়ো হাওয়ার কারণে গত ২৪ এপ্রিল কয়েক ঘণ্টা সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখে দেশের অভ্যন্তরীণ নৌ-চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা বিআইডব্লিউটিএ।
পরে আবহাওয়ার উন্নতি হলে ওই দিনই ৬৫ ফুটের বেশি দৈর্ঘ্যের নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়।
গত ১৪ এপ্রিল থেকেই দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টি চলছে। এর মধ্যে ঢাকায় কয়েক দফা কালবৈশাখীর সঙ্গে হয়েছে তুমুল বৃষ্টি।

No comments:

Post a Comment